রাষ্ট্রপতি আবদুল হামিদ ২০২৩ সালের ৫ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের ২১ তম অধিবেশন আহ্বান করেছেন।
সোমবার সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংবিধানের ৭২ অনুচ্ছেদের ধারা (১) অনুযায়ী রাষ্ট্রপতি তাকে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে ২০২৩ সালের প্রথম অধিবেশন আহ্বান করেছেন।
শীতকালীন অধিবেশন শুরু হবে ৫ জানুয়ারি বিকাল ৪টায়।
সংবিধানের ৭৩ (২) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতিকে নতুন বছরে প্রথম সংসদ অধিবেশনে ভাষণ দিতে হয়। পরে, অধিবেশন চলাকালীন হাউসে রাষ্ট্রপতির ভাষণের ওপর একটি ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে।
এর আগে গত ৬ নভেম্বর বর্তমান সংসদের ২০তম অধিবেশন ৬টি বৈঠকের পর স্থগিত করা হয়।
সুতরাং, ৫৯ দিনের অবকাশের পরে সংসদ অধিবেশনে বসতে যাচ্ছে।
—-ইউএনবি

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক