Sunday, February 5th, 2023, 7:36 pm

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ মারা গেছেন

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল (অব.) পারভেজ মোশাররফ দীর্ঘ অসুস্থতার পর ৭৯ বছর বয়সে দুবাইয়ের একটি হাসপাতালে মারা গেছেন। রবিবার তার পরিবার বিষয়টি নিশ্চিত করেছে।

পাকিস্তানের নিউজ চ্যানেল জিও জানিয়েছে, দুবাইয়ের আমেরিকান হাসপাতালে অ্যামাইলয়েডোসিস ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন সাবেক এই সামরিক শাসক।

অ্যামাইলয়েডোসিস এমন একটি অবস্থা যা অঙ্গ এবং টিস্যুতে একটি অস্বাভাবিক প্রোটিন তৈরির কারণে ঘটে যা তাদের সঠিকভাবে কাজ করতে বাধা দেয়।