Tuesday, March 14th, 2023, 7:23 pm

চট্টগ্রামে প্রাইভেটকারের ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত

চট্টগ্রাম মহানগরীতে প্রাইভেটকারের ধাক্কায় এক ট্রাফিক পুলিশ নিহত হয়েছেন। সোমবার (১৪ মার্চ) রাত ১১টার দিকে নগরীর হালিশহর থানার বন্দর টোল রোড়ে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ মোজাহিদ (৩২) বন্দর জোন ট্রাফিক বিভাগের সার্জেন্ট।

নিহত সার্জেন্টকে আহত অবস্থায় হাসপাতালে নেয়া বন্দর জোনের ট্রাফিক সার্জেন্ট মো. নাজমুল জানান, রাতে ডিউটিতে থাকাকালে টোল রোড়ে দ্রুতগতির একটি প্রাইভেটকার সার্জেন্ট মোজাহিদকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশিক জানান, রাত সাড়ে ১১টার দিকে প্রাইভেটকারের ধাক্কায় আহত পুলিশ সার্জেন্ট মোজাহিদকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

—-ইউএনবি