Monday, March 20th, 2023, 8:01 pm

নাটোরে ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা

নাটোরের নলডাঙ্গা পৌরসভায় এক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ওয়ার্ড কাউন্সিলরের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত আবু বক্কর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও আওয়ামী লীগের সভাপতি।

রবিবার রাতে আবু বক্করের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নারীর স্বামী।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কালাম জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে কাউন্সিলরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, রবিবার দুপুরে কাউন্সিলর আবু বক্কর ওই নারীর বাড়িতে গিয়ে স্বামীর অনুপস্থিতিতে তাকে ধর্ষণের চেষ্টা করেন।

তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ওসি জানান, ‘অভিযুক্ত কাউন্সিলরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

—-ইউএনবি