Friday, March 24th, 2023, 4:16 pm

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

প্রতীকী ছবি

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার (শ্রীমঙ্গল) :

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন আহত হয়েছে আরো একজন।

শুক্রবার (২৪ মার্চ) দুপুর ১:৩০ দিকে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ সড়কে পাওয়ার গ্রিড কোম্পানির সামনে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে সুমন রায় (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়। জানা যায় নিহত সুমন রায় উপজেলার সন্ধ্যানি আবাসিক এলাকার মৃত রাধাচরণ রায়ের ছেলে।

নিহতের ভাতিজা সৌরভ পাল জানান, তিনি তার কাকার সঙ্গে সাইকেলে করে বাড়ি থেকে বেরিয়েছিলেন। আনুমানিক দুপুর ১.৩০ মিনিটে হবিগঞ্জ সড়কে পাওয়ার গ্রিড কোম্পানির সামনে একটি কাভার্ড ভ্যান গাড়িটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সুমন কাকার মৃত্যু হয় এবং আমি সাইকেল থেকে ছিটকে পরে যাই।

শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর আলম সরদার জানান, লাশ উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।