Sunday, April 16th, 2023, 7:58 pm

‘গোলাম হইতে আসি নাই, মালিক হইতে আসছি’

অনলাইন ডেস্ক :

গত শনিবার সন্ধ্যায় অন্তর্জালে প্রকাশ পেয়েছে শবনম বুবলী ও আদর আজাদ অভিনীত ‘লোকাল’ সিনেমার ট্রেইলার, সেখানে জানানো হয়েছে আসছে ঈদেই মুক্তি পাবে সিনেমাটি। হুট করে মুক্তির ঘোষণা দেওয়া সিনেমাটির ট্রেইলার দেখে দর্শক, সমালোচকদের একাংশ এমনও মন্তব্য করছেন, ঈদে মুক্তির প্রতীক্ষায় থাকা সিনেমাগুলোর মধ্যে ‘লোকাল’র ট্রেইলারই অধিক মশলাদার। পৌনে তিন মিনিট দৈর্ঘ্যরে এই ট্রেলার থেকে আঁচ করা হয়, সিনেমাটির গল্প মূলত একটি অঞ্চলের ক্ষমতা দখলের লড়াই ঘিরে আবর্তিত হয়েছে। এই লড়াইয়ে আইন-অপরাধ থেকে শুরু করে রাজনীতি, রোম্যান্স-রোমাঞ্চ সবই জায়গা করে নিয়েছে সমান্তরালভাবে। অভিনয়ের দিক দিয়ে আদর ও বুবলী দুজনই আরও পরিণত হয়েছেন বলে মত দর্শকের। অন্যদিকে নির্মাণের মুন্সিয়ানার জন্য নির্মাতা সাইফ চন্দনের দিকেও যাচ্ছে প্রশংসার শব্দবান। নির্মাতা সাইফ চন্দন বলেন, ‘ট্রেলার প্রকাশের পর থেকেই ভালো সাড়া পাচ্ছি। তবে আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, ট্রেলার যতটা ভালো লেগেছে, তার চেয়ে বেশি ভালো লাগবে পুরো ছবিটা। তাই দর্শকের প্রতি আহ্বান, ঈদে সবাই ছবিটা দেখবেন। গল্প-নির্মাণ সবকিছুতে ভালোলাগা খুঁজে পাবেন।’‘লোকাল’ ছবির কাহিনি ও সংলাপ লিখেছেন ফেরারী ফরহাদ। এতে আদর-বুবলীর সঙ্গে আরও আছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, ইরানী, রেজওয়ান, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিমুল খান, মারিয়া, সামির, জাহিদ, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরিফসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছে ক্লিওপেট্রা ফিল্মস।