রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে রবিবার (২১ মে) দুপুরে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈশা ইউসেফ ঈশা আল-দুহাইলান।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, এসময় সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ভাল ও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি।
এছাড়া বাংলাদেশিদের জন্য হজ প্রক্রিয়া সহজ এবং ই-ভিসা চালু করায় সৌদি সরকারকে ধন্যবাদ জানান তিনি।
বাংলাদেশের জনশক্তি রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য সৌদি আরব উল্লেখ করে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা উভয় দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
রাষ্ট্রপতি দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ বাড়াতে সরকারি ও বেসরকারি পর্যায়ে পারস্পরিক যোগাযোগ ও সফর বিনিময় বাড়ানোর ওপর জোর দেন।
সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন খাতে সৌদি বিনিয়োগও ধীরে ধীরে বাড়ছে।
এছাড়া কুয়েতের পর বাংলাদেশই দ্বিতীয় দেশ, যেখানে মোবাইল ওমরাহ ভিসা চালু হয়েছে।
রাষ্ট্রদূত আরও বলেন, সৌদি আরবের অনেক বড় কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে।
বৈঠকে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া এবং রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম উপস্থিত ছিলেন।
—-ইউএনবি

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক