অনলাইন ডেস্ক :
বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তি নায়ক আকবর হোসেন পাঠান ফারুক গত সোমবার না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। অভিনেতার পাশাপাশি ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসনের সংসদ সদস্যও ছিলেন ফারুক। বরেণ্য এই নায়কের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে চলচ্চিত্র অঙ্গনে। এর মধ্যেই তার আসনে এমপি নির্বাচনের ঘোষণা দিয়েছেন কেউ কেউ। এই আসনে নির্বাচন করার আকাক্সক্ষা অভিনেতা সিদ্দিক অনেক আগেই প্রকাশ করেছিলেন, তবে এরইমধ্যে শোবিজ জগৎ থেকে এই আসনে অনেক তারকার নাম প্রস্তাবনা আকারে আসছে।
এদিকে ওমর সানী প্রস্তাব করেছেন অভিনেতা ফেরদৌসের নাম। আবার চিত্রনায়িকা অঞ্জনা প্রস্তাব করেছেন আলমগীরের নাম। তবে এসব বিষয়ে একেবারে ভিন্নমত প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। তিনি এক পোস্টে জানান, সদ্য প্রয়াত নায়কের ইমোশন ব্যবহার করে নির্বাচনী ফায়দা নিতে চাইছেন অনেকেই। গত রোববার সোশ্যাল হ্যান্ডেলে এ কথা জানান বাপ্পারাজ। তিনি বলেন, ‘ঢাকা উত্তরের যারা মেয়র হয়ে আসেন, তারা এতটাই এফিসিয়েন্ট যে, কোনো কাজ অসমাপ্ত রাখেন না, যেটা এসে কোনো এমপি সাহেবকে সমাপ্ত করতে হবে।
একজন মৃত মানুষের ইমোশনকে ক্যাশ করে যারা ফায়দা লুটতে চাচ্ছেন, তারা অফ যেতে পারেন, গুলশান আপনাদেরকে চায় না।’ বাংলাদেশে অভিনেতা থেকে সরাসরি রাজনীতিতে নেমেছেন যে ক’জন শিল্পী, তাদের মধ্যে অন্যতম নায়ক ফারুক। তিনি ২০১৮ সালের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ঢাকার গুলশান এলাকার সংসদ সদস্য হন। তবে তিনি মানুষের কাছে নায়ক ফারুক হিসেবেই বেশি পরিচিত বলে তার সহকর্মীরা মনে করেন। চলচ্চিত্র অভিনেতা এবং পরিচালকরা বলেছেন, গ্রামীণ প্রতিবাদী চরিত্রে অভিনয়ে নায়ক ফারুক ছিলেন অপ্রতিদ্বন্দ্বী এবং সেটাই ছিল তার জনপ্রিয়তার বড় ভিত্তি।

আরও পড়ুন
‘সুলতানাস ড্রিম’ দেখা যাবে স্টার সিনেপ্লেক্সে
পরীমনি থেকে মুক্তি চান আসিফ, প্রশ্ন জেমস-শাকিবের কাছেও
ছবি প্রকাশ করে বিয়ের কথা স্বীকার করলেন জেফার ও রাফসান