Saturday, June 17th, 2023, 3:59 pm

বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন হাসপাতালে ভর্তি

বিএনপির জ্যৈষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন শুক্রবার রাতে নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান ইউএনবিকে বলেন, গতরাতে বিএনপির এই নেতাকে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

তিনি বলেন যে তিনি (মোশাররফ) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন এবং বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

নিএনপির এই নেতার ছেলে মারুফ খন্দকার দেশের মানুষের কাছে তার বাবার দ্রুত আরোগ্য কামনা করে দোয়া চেয়েছেন।

—-ইউএনবি