Wednesday, October 11th, 2023, 3:17 pm

শাহজাদপুরে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

জেলা প্রতিনিধি, (সিরাজগঞ্জ) শাহজাদপুর :

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাত দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৩ উদ্বোধন হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জেরিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ প্রমূখ।