Wednesday, November 1st, 2023, 7:34 pm

ঢাকার কাফরুলে বাসে আগুন

রাজধানীর কাফরুল থানার পাশে ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনার পর পরই দুর্বৃত্তরা পালিয়ে যায় এবং কিছুক্ষণ পর স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

—-ইউএনবি