বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৬ নভেম্বর) সকালে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলাধীন খুলনা-ঢাকা মহাসড়কের টাউন-নওয়াপাড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিবুল ইসলাম (২৩) বাগেরহাট জেলার কচুয়া উপজেলার রঘুদত্তকাঠি গ্রামের শাহিন হাওলাদারের ছেলে।
রাকিবুল একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
ফকিরহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, রাকিবুল ইসলাম সোমবার সকাল ১০টার দিকে মোটরসাইকেলে মোংলার যাওয়ার সময় টাউন-নওয়াপাড়া এলাকায় পিছন দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে রাকিবুল নিহত হয়।
ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
—-ইউএনবি

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন