অনলাইন ডেস্ক :
জনপ্রিয় গায়ক ও সংগীত পরিচালক ইমরানের সুর-সংগীতে কোনাল ও মোহাম্মদ মিলনের ‘পাইনা তোকে’ গানটি গত বছর দর্শক-শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলেছিল। গানটি লেখেন জামাল হোসেন। এক বছর পর আবারও তারা এক হলেন। এরইমধ্যে একই গীতিকারের কথায় ও ইমরানের সুর-সংগীতে কোনাল এবং মিলন নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন।
নতুন বছরেই রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ হবে। গীতিকার জামাল হোসেন বলেন, মিলন-কোনালের ‘পাইনা তোকে’ গানটির সাফল্য আমাকে তাদের নতুন গান করার জন্য অনুপ্রাণিত করেছে। আমি আগের গানটির চেয়ে ভালো কিছু কথায় এটি সাজালাম। এখন সস্তা কথার গান বেশি হচ্ছে। আমাদের অনেক গানেই শৈল্পীকতা পাই না। সব ঠিক রেখে আমি সুন্দর একটি গান করতে আমি চেষ্টা করেছি। মিলন বলেন, আবারও আমাদের নতুন ধামাকা আসছে। ‘পাইনা তোকে’ গানটির সাফল্যের পর ইমরান ভাইয়ের সুরে নতুন গান করলাম। জামাল ভাই বরাবরই দারুণ লেখেন। এটি তার ব্যতিক্রম হয়নি। আগের গানটির মতো এ গানটিও শ্রোতাদের ভালো লাগবে বলে আশা করছি।’

আরও পড়ুন
লাইভে এসে বিয়ে ও ডিভোর্স নিয়ে যা বললেন প্রভা
বহুদিন পর জুটি হয়ে ওয়েব সিরিজে ফিরছেন অপূর্ব-বিন্দু
হঠাৎ দেখা দিলেন নব্বই দশকের মডেল রিয়া