অনলাইন ডেক্স :
আগামী ১৬ মে’র পর লকডাউনের সময়সীমা আরো সাতদিন বাড়তে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, মাস্ক পরা বাধ্যতামূলক করতে পুলিশকে বিচারিক ক্ষমতা দেয়া হবে।
গতকাল বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেছিলেন, দেশে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্তের কারণে চলমান ‘লকডাউন’ আরো এক সপ্তাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
তিনি আরো বলেন, দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট ঝুঁকির মধ্যে ফেলতে পারে। তাই সংক্রমণ এড়াতে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত আগামী ১৬ মে জানানো হবে। এছাড়া আমাদের সবাইকে মাস্ক পরতে হবে। ‘মাস্ক পরলেই নিরাপদ, আর না পরলে বিপদ’- এই কথাটি মাথায় রাখতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বিশেষ পরিস্থিতিতে ছুটি দেয়া হচ্ছে। আমরা চাই না কেউ ঢাকা থেকে বাইরে চলে যাক। তাই ছুটি সংক্ষিপ্ত করা হয়েছে, যাতে সবাই ঢাকায় থাকে।

আরও পড়ুন
ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে: প্রধান উপদেষ্টাকে ইইউ ইওএম চিফ
গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক