Thursday, November 23rd, 2023, 1:48 pm

পাবনা সদর আসনে আওয়ামীলীগের মনোনয়নপত্র জমা দিলেন রাষ্ট্রপতির ছেলে আদনান রনি

জেলা প্রতিনিধি, পাবনা :

আবুল কালাম আজাদ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫ সদর আসনে বাংলাদেশ আওয়ামীলগের মনোনয়নপত্র জমা দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন চুপ্পুর ছেলে আরশাদ আদনান রনি।তিনি আগামী নির্বাচনে পাবনা সদর আসনে নৌকা মার্কা প্রতীকের প্রার্থী হয়ে অংশ গ্রহন করতে চান।

মনোনয়নপত্র জমা দেয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, তার ইচ্ছা তিনি বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করে পাবনার মানুষের সেবা করবেন। আশা করছি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিয়ে পাবনাবাসির সেবা করার সুযোগ করে দিবেন।
উল্লেখ্য আসন্ন নির্বাচনে পাবনা সদর-৫ আসনে মোট ১১ জন আওয়ামীলীগের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।