ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের ভোগড়া বাইপাস মোড়ে বৃহস্পতিবার ভোরে দাহ্য পদার্থ ছুঁড়ে দুর্বৃত্তরা দু’টি কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র সেশন মাস্টার আব্দুস সামাদ জানান, দুর্বৃত্তরা ভোরে পার্ক করা একটি কাভার্ডভ্যান ও একটি চলন্ত কাভার্ডভ্যানে দাহ্য পদার্থ নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
দুটি কাভার্ডভ্যানই তৈরি পোশাক কারখানার মালামাল বহন করছিল।
—-ইউএনবি

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন