Monday, December 4th, 2023, 7:37 pm

নাটোরে দাঁড়িয়ে থাকা ৩টি বাসে আগুন

বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী সড়ক, রেল ও নৌপথ অবরোধ চলাকালে নাটোর শহরের বড় হরিশপুর এলাকায় রবিবার রাতে দাঁড়িয়ে থাকা ৩টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

পুলিশ জানায়, রবিবার রাত পৌনে ১১টার দিকে বড় হরিশপুর পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা ৩টি বাসে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও এরই মধ্যে দু’টি বাস পুরোপুরি এবং অন্যটি আংশিক পুড়ে যায়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ বলেন, অপরাধীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

—ইউএনবি