পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি ও রপ্তানি বাণিজ্য চার দিন বন্ধ থাকবে।
সোনামসজিদ স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ জানান, ঈদ উপলক্ষে আগামী ৯ থেকে ১২ জুলাই পর্যন্ত টানা চার দিন বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।
সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, সোনামসজিদ আমদানি ও রপ্তানি গ্রুপসহ সংশ্লিষ্টদের নিয়ে ঈদুল আযহা উপলক্ষে আলোচনা সভা এই সিদ্ধান্ত হয়।
আগামী ১৩ জুলাই সকাল থেকে যথারীতি বন্দরের আমদানি ও রপ্তানি কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।
সোনামসজিদ স্থলবন্দরে কর্মরত বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের পরিদর্শক আলিমুজ্জামান জানান, সরকারি ছুটি ছাড়া অন্যান্য দিন বন্দরের কার্যক্রম চালু থাকবে। সরকারি ছুটির অতিরিক্ত এক দিন তারা ছুটি বাড়িয়েছে। এই দিন কেউ কাজ করতে চাইলে কাজ করতে পারবে।
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শিল্পে গ্যাসের মূল্যবৃদ্ধি ও ৪৩ টি পণ্যের শুল্কহার বৃদ্ধি নিয়ে ঢাকা চেম্বারের উদ্বেগ
২০২৪ সালে ৪০ কোটি টাকার বীমাদাবি প্রদান করলো প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স