October 29, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 25th, 2025, 7:13 pm

 এনসিপি ছাড়ছেন জুলাই আন্দোলনের সম্মুখ যোদ্ধা আহম্মদ হামীম রাহাত

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সম্মুখ যোদ্ধা এবং অভ্যুত্থান-পরবর্তী খুলনার রাজপথের অতি পরিচিত মুখ আহম্মদ হামীম রাহাত ‘জাতীয় নাগরিক কমিটি (এনসিসি)’-কে কেন্দ্র করে গড়ে ওঠা রাজনৈতিক দল ‘ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)’ থেকে সরে আসছেন বলে জোরালো গুঞ্জন শোনা যাচ্ছে। তিনি বর্তমানে এনসিপি খুলনা মহানগরীর অন্যতম সংগঠকের দায়িত্বে আছেন।

​জানা যায়, শুধু আহম্মদ হামীম রাহাতই নন, তার সঙ্গে খুলনা জেলা সমন্বয় কমিটির একাধিক নেতাসহ মহানগরীর শতাধিক এনসিসি ও এনসিপি সংগঠকের দল ত্যাগের বিষয়টিও আলোচনায় রয়েছে। অভ্যন্তরীণ সূত্রে এই গুঞ্জন আরও ডালপালা মেলেছে।

​সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আহম্মদ হামীম রাহাত তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এনসিপি-কে নিয়ে একটি পোস্ট দেন। ধারণা করা হচ্ছে, সেই পোস্টটিই দল থেকে তার সরে আসার গুঞ্জনকে আরও বেশি জোরালো করেছে। তবে এই বিষয়ে সংশ্লিষ্ট নেতা বা এনসিপি’র পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

​রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জুলাই আন্দোলনের অন্যতম মুখ এবং দলের প্রভাবশালী এই সংগঠকের এমন সিদ্ধান্ত কার্যকর হলে তা খুলনায় এনসিপি’র সাংগঠনিক কাঠামোতে একটি বড় ধরনের প্রভাব ফেলতে পারে।