কুমিল্লার লাকসামে বিআরটিসি বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ দু’জন নিহত এবং আরও দু’জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কালিয়াচৌ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাহার মিয়া (৫০) ও তার শাশুড়ি।
লাকসাম হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জসীমউদ্দীন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ লাকসাম হাইওয়ে থানায় রয়েছে। নিহতদের স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা আসার পর আনুষ্ঠানিকতা শেষে লাশ হস্তান্তর করা হবে।
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন