ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলগুলো জোট গঠন করলেও ভোটারদের নিজ নিজ দলীয় প্রতীকেই ভোট দিতে হবে—এমন নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলগুলো জোটবদ্ধভাবে অংশগ্রহণ করতে পারলেও, তাদের নিজ নিজ দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার বিধানের বৈধতা নিয়ে দায়ের করা রুলটি হাইকোর্ট খারিজ করেছে।
আইনজীবীদের মতে, এই আদেশ অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণকারী সব দলকে তাদের নিজ নিজ প্রতীকে ভোট গ্রহণ নিশ্চিত করতে হবে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম এবং তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার সাহেদুল আজম।
এর আগে, ২৬ নভেম্বর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে নির্বাচন করলেও স্ব স্ব দলীয় প্রতীকে অংশগ্রহণের বিধান চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছিল। রিটে উল্লেখ করা হয়, নির্বাচনে নিবন্ধিত একাধিক দল জোটভুক্ত হলেও ভোটারদের নিজ নিজ দলের প্রতীকে ভোট দেওয়ার বিধানসহ গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বাতিলের দাবি জানানো হয়।
রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
উল্লেখ্য, ৩ নভেম্বর সরকার নির্বাচনে নিবন্ধিত একাধিক দল জোটভুক্ত হলেও ভোট দিতে হবে নিজ দলের প্রতীকে—এমন বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ জারি করে।
এনএনবাংলা/

আরও পড়ুন
বিবিসি বাংলার প্রতিবেদন: মোটরসাইকেলে করে আসা দুই জন সম্প্রতি ওসমান হাদির প্রচারণার টিমে যোগ দিয়েছিল
হাদিকে গুলি নির্বাচন বানচালের চক্রান্তের অংশ: জামায়াত
দেশ গভীর সংকটে, জাতীয় ঐক্য জরুরি: তারেক রহমান