December 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 15th, 2025, 5:23 pm

নেপালকে উড়িয়ে সেমির দোরগোড়ায় বাংলাদেশ

 

আফগানিস্তানকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত পারফরম্যান্স দেখাল। নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে ৭ উইকেটে হারিয়ে যুব এশিয়া কাপে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।

বোলারদের দাপটের পর ব্যাট হাতে ওপেনার জাওয়াদ আবরারের অপরাজিত ৭০ রানের ইনিংসে সহজ জয় তুলে নেয় যুব টাইগাররা। এই জয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রাখল বাংলাদেশ। গ্রুপের অন্য ম্যাচে আফগানিস্তান যদি শ্রীলঙ্কার কাছে হারে, তবে এক ম্যাচ হাতে রেখেই শেষ চার নিশ্চিত হবে বাংলাদেশের।

সোমবার (১৫ ডিসেম্বর) দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক আজিজুল তামিম। শুরু থেকেই নেপালের ব্যাটারদের ওপর চড়াও হন বাংলাদেশের বোলাররা। দলীয় ৬১ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে নেপাল।

শাহিল প্যাটেল ১৮, ভানস ছেত্রী ৪, নিরাজ কুমার ১৪, কিবরিন শ্রেষ্ঠা ৫ ও নিশ্ছল কোনো রান না করেই আউট হন। এরপর অধিনায়ক অশোক ধামিও ফেরেন মাত্র ৫ রান করে। পরে আশিষ লুহা ও অভিষেক তিওয়ারি কিছুটা প্রতিরোধ গড়লেও বেশিদূর যেতে পারেননি।

৩১ ওভার ১ বলে ১৩০ রানে অলআউট হয় নেপাল। আশিষ ৪১ বলে ২৩ এবং অভিষেক ৪৩ বলে ৩০ রান করেন। বাংলাদেশের পক্ষে সবুজ নেন ৩টি উইকেট।

১৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। ২৯ রানের মধ্যে রিফাত বেগ (৫) ও অধিনায়ক আজিজুল তামিম (১) ফিরে গেলে জোড়া উইকেট হারায় দল।

এরপর কালাম সিদ্দিকিকে সঙ্গে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন ওপেনার জাওয়াদ আবরার। এই জুটি থেকে আসে গুরুত্বপূর্ণ ৯২ রান, যা জয়ের ভিত গড়ে দেয়। কালাম ৩৪ রান করে আউট হলেও নিজের ফিফটি পূর্ণ করেন জাওয়াদ।

শেষ দিকে রিজান হোসেনকে সঙ্গে নিয়ে সহজেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন জাওয়াদ। ৭ চার ও ৩ ছক্কায় ৬৮ বলে অপরাজিত ৭০ রান করেন তিনি। রিজান করেন ৮ বলে ১২ রান।

নেপালের পক্ষে অভিষেক তিওয়ারি ও যুবরাজ ক্ষাত্রী নেন ১টি করে উইকেট। এই জয়ে যুব এশিয়া কাপে সেমিফাইনালের খুব কাছেই পৌঁছে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

এনএনবাংলা/