অনলাইন ডেস্ক :
জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর অসুস্থ হয়ে সোমবার (১১ ডিসেম্বর) রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি দূর্ঘটনাবশত সিঁড়ি থেকে পড়ে মাথা এবং শরীরের অন্যান্য জায়গায় আঘাত পান। বর্তমানে তিনি ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন। ঊর্মিলা ২০০৯ সালে লাক্স চ্যানেল আই প্রতিযোগিতায় পঞ্চম স্থান অর্জন করেন। তারপর মডেলিং ও অভিনয় শুরু করেন। ২০১০ সালে পরিচালক তাহের শিপন-এর ‘জটিল প্রেম’-এর হাত ধরে তার অভিনয়ে হাতেখড়ি।
পরবর্তী সময়ে মেঘে ঢাকা শহর, বউ-বিবি-বেগম, আয়নাবাজি, অচেনা, প্রতিবিম্বসহ একাধিক নাটকে অভিনয় করেন তিনি। ১৯৯১-এর মুক্তিযুদ্ধের উপর তৈরি ‘ফ্রম বাংলাদেশ’ নামে একটি ছবিতেও অভিনয় করেছেন তিনি। অভিনয় ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ডিগ্রি রয়েছে ঊর্মিলা শ্রাবন্তী করের।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত