Saturday, January 3rd, 2026, 6:55 pm

শাহরাস্তি উপজেলায় মিশন পাবলিক স্কুলের ৩০তম শাখার শুভ উদ্ভোধন

শাহরাস্তি প্রতিনিধি:

দেশসেরা মিশন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ পরিবারের ৩০তম শাখা শাহরাস্তি মিশন পাবলিক স্কুল এর শুভ উদ্ভোধন হয়েছে।

৩ জানুয়ারি (শনিবার) স্কুলের অস্হায়ী অডিটোরিয়ামে পিপুলিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মাওঃ জি এম শামীম উদ্দিনের সঞ্চালনায় ও ইন্জিঃ এম এ মান্নান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিশন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল প্রফেসর এম হুমায়ূন কবীর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহরাস্তি পৌর একাডেমীর প্রিন্সিপাল আলী আজগর মিয়াজী, প্রভাষক মাওঃ মাঈন উদ্দিন, খিলাবাজার স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) আক্তারুজ্জামান, ভোলদিঘী কামিল মাদ্রাসার প্রভাষক মাওঃ আমিনুল ইসলাম, মিশন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের কুমিল্লা জোনাল হেড গোলাম রাব্বানী, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব আলম, বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী হাজী আবু তাহের, শাহরাস্তি প্রেসক্লাবের সিনিয়ন সহ-সভাপতি সজল পাল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক গাজী মোঃ জহিরুল ইসলাম, সবক প্রদান করেন খিলাবাজার জামে মসজিদের খতিব মাওঃ আবুল কাশেম, দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওঃ শফিকুর রহমান যুক্তিবাদী।

এছাড়াও অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক, সামাজিক ও এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।