January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 28th, 2024, 3:21 pm

ভোলায় অগ্নিকাণ্ডে পুড়েছে ১৪টি দোকান

ভোলার তজুমদ্দিন উপজেলার খাসেরহাট বাজারে অগ্নিকাণ্ডে ১৪টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খাসেরহাট বাজারের একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে তা মুহূর্তের মধ্যে আশপাশে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে মালপত্রসহ ১৪টি দোকান পুড়ে যায়। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের তালিকা তৈরি করে প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণ করার কাজ চলছে বলে সাংবাদিকদের জানান তজুমদ্দিন ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী কর্মকর্তা কামরুল ইসলাম জাকির।

—–ইউএনবি