December 29, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 29th, 2025, 5:57 pm

বাবা-মায়ের কবর যিয়ারত করে মনোনয়ন পত্র জমা দিলেন সাবেক মন্ত্রী কায়কোবাদ

মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধিঃ

বাবা–মা,দাদা-দাদির কবর জিয়ারত শেষে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে বিএনপির মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও মন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় তিনি মুরাদনগর উপজেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুর রহমানের হাতে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর। কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের ভাই কাজী জুননুন বসরী ও কাজী শাহ আরেফীন। উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অন্জন।

মনোনয়ন ফরম জমা শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন- সকল কিছুর মালিক একমাত্র আমার আল্লাহ।  আল্লাহ যেহেতু জালিম হাসিনাকে বিদায় করছে আমাদেরকেও বিজয় দান করবে ইনশাআল্লাহ।

এখনো পর্যন্ত নির্বাচনের পরিবেশ ঠিক আছে। নির্বাচন কমিশন তাদের প্রতিশ্রুতি রেখেছে আশাকরি এভাবেই তারা জাতিকে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে। তবে একটি ইসলামি দলের লোকেরা ফেইক আইডি, পেজ খুলে অপপ্রচার ও কুৎসা রটাচ্ছে এটি দুঃখজনক।  ইসলামী দলগুলো থেকে এমন কর্মকাণ্ড আমরা আশাকরি না। সাংবাদিকরা জাতির বিবেক। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে আপনাদের ভূমিকা সবচেয়ে বেশি সহায়ক।

সাবেক ৫ বারের এমপি কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে দেখে উপজেলা পরিষদের সামনে জনতার ঢল নামলে নেতাকর্মী ও জনতাকে সরিয়ে দেন কায়কোবাদ।  তিনি সকলকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার আহবান জানান।