Tuesday, January 13th, 2026, 9:31 pm

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত বিএনপির

 

গণভোট অনুষ্ঠিত হলে তাতে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, আসন্ন নির্বাচন ও সংবিধান সংস্কারের প্রশ্নে গণভোট আয়োজিত হলে বিএনপি তাতে ইতিবাচক সাড়া দেবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, “আমরাই সবার আগে সংস্কারের দাবি তুলেছি। তাই গণভোট হলে সেখানে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত।”

বৈঠক শেষে প্রার্থিতা বাতিল প্রসঙ্গে তিনি বলেন, সংবিধানে স্পষ্টভাবে বলা আছে—কেউ দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগ করলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন। অথচ অনেক জায়গায় রিটার্নিং অফিসাররা বিএনপিসহ বিভিন্ন দলের প্রার্থীদের প্রার্থিতা বাতিল করছেন।

তিনি বলেন, “আইন সবার জন্য সমান হওয়া উচিত। বিষয়টি যেন আরও জটিল না হয়, সে বিষয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি।”

নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, পোস্টাল ব্যালট বর্ণমালা অনুসারে সাজানো হয়নি। এতে কয়েকটি রাজনৈতিক দলের নাম আগে চলে এসেছে। তার দাবি, সংশ্লিষ্ট কর্মকর্তারা ইচ্ছাকৃতভাবেই এমনটি করেছেন।

তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান, পোস্টাল ব্যালটের মতো দেশের সাধারণ ব্যালটেও যেন একইভাবে প্রতীক ব্যবহারে কোনো পক্ষপাত না করা হয়।

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ইসির অনুরোধে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তরবঙ্গ সফর বাতিল করেছেন। অথচ শুরু থেকেই বলা হয়েছিল, এটি কোনো রাজনৈতিক সফর নয়।

তিনি বলেন, “বিএনপি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চেষ্টা করছে। কিন্তু কিছু রাজনৈতিক দল নিয়মিত প্রচারণা চালালেও ইসির কোনো ব্যবস্থা চোখে পড়ছে না।”

তার অভিযোগ, প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিএনপি প্রার্থীদের কারণ দর্শাতে বলা হচ্ছে, অথচ ঢাকাসহ বড় বড় এলাকায় অন্য দল আচরণবিধি লঙ্ঘন করলেও ইসি তা উপেক্ষা করছে।

বিকেল ৪টায় শুরু হওয়া বৈঠকে নজরুল ইসলাম খানের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন—চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া, বিএনপি নেতা রুহুল কুদ্দুস কাজল।

অন্যদিকে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্যান্য নির্বাচন কমিশনার এবং ইসি সচিব উপস্থিত ছিলেন।

এনএনবাংলা/