Tuesday, January 11th, 2022, 7:26 pm

ভ্রমণ দিয়ে বছর শুরু করলেন অধরা

অনলাইন ডেস্ক :

কোভিড জটিলতার কারণে অনেককিছুই স্থবির। তবে এর ভেতরে সামান্য অবসরে চিত্রতারকাদের যে আনন্দভ্রমণের অভ্যেস, তা থেমে নেই। এখানে অবশ্য যে কটি দেশে ভ্রমণের অনুমতি রয়েছে। সেভাবেই নিজেদের ট্যুর প্ল্যান করছেন তারকারা। এরভেতের মালদ্বীপ, দুবাই, যুক্তরাষ্ট্র রয়েছে। কিছুদিন আগেই যুক্তরাষ্টেত্থ গেছেন চিত্রনায়িকা অধরা খান। এর আগে মালদ্বীপ, দুবাই দুটো দেশেই ভ্রমন হয়ে গেছে তারা। তাই নির্ভার হয়ে ঘুরতেই গিয়েছেন যুক্তরাষ্ট্রে। এর আগে ঢালিউড অ্যাওয়ার্ডসহ বেশ কিছু ইভেন্টে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যান অনেকেই। তাদের মধ্যে রয়েছেন শাকিব খান, বুবলী, বাপ্পী চৌধুরীসহ অনেকেই। তবে রথ দেখা কলাবেচার মতো অনেকে শুটিং বা ঘোরাঘুরি দুটোই করে থাকেন। অধরার এবারের ভ্রমন প্রসঙ্গে বলেন, ‘আমি মাসখানেকের ট্যুর প্ল্যান করেছি। লাস ভেগাস ও গ্র্যান্ড ক্যানিয়ন,লস অ্যাঞ্জেলেসে ঘুরেছি। এরপর মেক্সিকো, সানফ্রানসিসকো হয়ে দেশে ফিরবো। উল্লেখ্য, সম্প্রতি কলকাতার একটি চলচ্চিত্রের কাজ শেষ করলেন, যার শুটিং হয়েছে মালদ্বীপ ও ভারতের বিভিন্ন রাজ্যে। অধরা নিজের অভিনীত ‘নায়ক’, ‘মাতাল’ ও ‘পাগলের মতো ভালোবাসি’ সিনেমাগুলো দিয়ে নিজেকে চলচ্চিত্র তারকা হিসেবে পরিচয় রাখছেন। এছাড়াও করোনার কারণে অধরার নিজের আরো কিছু ছবির কাজ আটকে আছে। নতুন বছরের প্ল্যান প্রসঙ্গে অধরা বলেন, ‘নিজেকে নিয়ে ঠিক অধৈর্য্য হইনা।