January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 1st, 2023, 3:37 pm

ফিটনেস চর্চায় নুরুল ইসলাম

অনলাইন ডেস্ক :

একজন সরকারী চাকুরিজীবি হওয়া সত্বেও নগরবাসীর শারীরিক ফিটনেস চর্চায় আত্মনিয়োগ করেছেন নুরুল ইসলাম খান নাঈম। ২০০৮ সাল থেকে প্রতিবছর মি. ঢাকা শরীর গঠন চ্যাম্পিয়নশিপের আয়োজন করে আসছেন তিনি। বর্তমানে এশিয়ান আন্তর্জাতিক ও জাতীয় শরীর গঠনের বিচারক হিসেবে দায়িত্ব পালন কওে আসছেন। বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা নাঈম ২০১৮ সালে সাউথ এশিয়ান বডি বিল্ডিং এন্ড ফিটনেস চ্যাম্পিয়শিপে টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।

এবার নগরবাসীর স্বাস্থ্য সেবা ও শরীরকে ফিট রাখতে স্বল্প খরচে ঢাকার গোপীবাগ, মতিঝিল ও গেন্ডারিয়াতে তৈরী করতে যাচ্ছেন ব্যায়ামাগার। এক দশক ধরে জাতীয় শরীর গঠন বিচারক হিসেবে সুনামের সাথে কাজ করার পর যুব সমাজের নতুনভাবে শরীর চর্চায় উদ্বুদ্ধ করতে সাউথ পয়েন্ট ফিটনেস ব্যায়ামাগার তৈরী করছেন। সেই সঙ্গে মিস্টার ঢাকা শরীর গঠন ২০২৩ শিগগিরই আয়োজন করতে যাচ্ছেন নুরুল ইসলাম।